রোববার   ০৫ মে ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১ || ২৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশ সঠিকপথে চললে ব্যাংকে ডাকাতি হলো কেন, প্রশ্ন মঈন খানের

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:২২, ৪ এপ্রিল ২০২৪

১৯৮

দেশ সঠিকপথে চললে ব্যাংকে ডাকাতি হলো কেন, প্রশ্ন মঈন খানের

বাংলাদেশ সঠিকপথেই চললে ব্যাংকে ডাকাতি হলো কেন- এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার শুধু রাজনীতিকে ধ্বংস করেনি দেশের অর্থনীতিকেও ধ্বংস করেছে। সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে সরকারের ব্যর্থতায় রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ার কারণে। তাই ব্যাংক ডাকাতিতে অবাক হওয়ার কিছু নেই। দেশ পরিচালনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে কারান্তরীণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি সোহেলের শান্তিনগরের বাসায় গিয়ে তার স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন।

এ সময় সোহেলের বড় মেয়ে ন্যায়বিচার চেয়ে বলেন, ঈদ আসছে কিন্তু আমাদের মনে কোনো ঈদ নেই।

পরে মঈন খান বলেন, সরকার যদি বিএনপির ওপর জুলুম নাই করে থাকে তাহলে গেল ১৫ বছরে বিরোধীদলের প্রায় অর্ধকোটি নেতাকর্মীর বিরুদ্ধে একলাখের ওপর মামলা দিল কেন?

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত