শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১ || ১৮ মুহররম ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বুয়েটে ছাত্র রাজনীতি ফেরাতে ছাত্রলীগের সমাবেশ শুরু

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:২৫, ৩১ মার্চ ২০২৪

২৪৩

বুয়েটে ছাত্র রাজনীতি ফেরাতে ছাত্রলীগের সমাবেশ শুরু

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল ছাত্রলীগ। রোববার (৩১ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ শুরু করেছে ছাত্র সংগঠনটি।

এর আগে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর মধ্যে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র রাজনীতি ফেরাতে আন্দোলনে নামে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি।

এর আগে শনিবার (৩০ মার্চ) কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে এবং বুয়েট কর্তৃক গৃহীত অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থী, শিক্ষাবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উল্লেখ্য, গেল বুধবার রাত ২টার দিকে নেতাকর্মীসহ বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এতে সংগঠনটির এমন পদক্ষেপকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বুয়েটে ফের রাজনীতি শুরুর তৎপরতা বলে উল্লেখ করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর থেকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন।

শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রবেশের ঘটনায় অভিযুক্ত ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রহিম ওরফে ইমতিয়াজ রাব্বির হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত