সরকার টিকে আছে বিদেশি প্রভুদের অনুগ্রহে: রিজভী
সরকার টিকে আছে বিদেশি প্রভুদের অনুগ্রহে: রিজভী
![]() |
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ নয়, আওয়ামী লীগ সরকারের অস্তিত্ব টিকে আছে বিদেশি শক্তির সহায়তায়। তারা পশ্চিমা প্রভুদের সহায়তায় ক্ষমতায় এসেছে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই সিনিয়ার নেতা।
আওয়ামী লীগকে ব্যর্থ সরকার আখ্যা দিয়ে রিজভী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি নিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মানুষের সমস্যা সমাধানের বদলে কে কে কারচুপির নির্বাচনে শুভেচ্ছা জানালো তা নিয়ে প্রচারণা চালাতেই ব্যস্ত তারা।
তিনি আরও বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বান্দরবানে সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে। জনসমর্থন না থাকায় এই দুর্বল সরকার মিয়ানমারের বিষয়ে জোরালো প্রতিবাদ করতে পারছে না। সেখানকার মানুষের জীবন এখন হুমকির মুখে। সীমান্তে রক্ত ঝরছে, সরকার কার্যকরী উদ্যোগ নিতে পারছে না। সরকারের কূটনৈতিক তৎপরতার ঘাটতি রয়েছে।
সাতই জানুয়ারির নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে রিজভী আরো বলেন, পঁচাত্তরের পর সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হয়েছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য হাসি-তামাশার শামিল।
তিনি আরও বলেন, সরকারের মাষ্টারপ্ল্যানের অংশ হিসেবে নির্বাচনের আগে থেকে ধারাবাহিকভাবে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। মির্জা ফখরুলসহ দলের সিনিয়র নেতাদের অবিলম্ব মুক্তি দিতে হবে।
রিজভী আরও বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার উন্নত চিকিৎসার সুযোগ মিলছে না। বিরোধীদলকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ের অংশ হিসেবে তার চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। অসুস্থ তীব্র হলে হাসপাতালে নিতে হচ্ছে।

আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- স্বর্ণের দাম আবার কমলো
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ