শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তারেকসহ সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবো: আইনমন্ত্রী

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:৪৩, ২৬ জানুয়ারি ২০২৪

তারেকসহ সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবো: আইনমন্ত্রী

তারেকসহ সাজাপ্রাপ্ত সবাইকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যারা দেশের আদালতে সাজাপ্রাপ্ত ও অত্যন্ত গর্হিত অপরাধ করেছে, যারা সাজাপ্রাপ্ত, তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ আরও শক্তিশালী করার চেষ্টা করবো।’

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সম্প্রতি ইউনূসকে ক্রমাগত হয়রানি বন্ধে আহ্বান জানিয়ে মার্কিন ১২ সিনেটরের চিঠির পরিপ্রেক্ষিতে আনিসুল হক বলেন, ‘আমি যতদূর এ মামলার কাগজপত্র দেখেছি, সেখান থেকে আমি বলতে পারবো বিচারিক আদালতে সুষ্ঠুভাবে আইনের যে ধারা আছে সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে। আমি এর থেকে কিছু বলবো না। তার কারণ হচ্ছে, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন নিশ্চয় আপিল করবেন তিনি। সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।’
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank