শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘আওয়ামী লীগে থেকেও কোটি কোটি টাকা পাচার করে, এরা কারা?’

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:৩৮, ১২ মে ২০২২

৬৮২

‘আওয়ামী লীগে থেকেও কোটি কোটি টাকা পাচার করে, এরা কারা?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে থেকেও কোটি কোটি টাকা পাচার করে, এরা কারা?— এদের চিহ্নিত করতে হবে।

বৃহস্পতিবার (১২ মে) ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ করে কোটি কোটি টাকা পাচার করে, এরা কারা? এদের চিহ্নিত করতে হবে। নয়া নেতৃত্ব নির্বাচনে কেন্দ্রীয় নেতারা আছেন, আপনারা দেখবেন এসব টাকা পাচারকারীদের পুনরাবৃত্তি যেন আর না ঘটে। যারা চিহ্নিত মাদকসেবক, মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত ভূমিদস্যু, চিহ্নিত চাঁদাবাজ তাদের কোনো অবস্থায়, দলের কোনো পর্যায়ের নেতৃত্বে রাখা যাবে না।’

কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেন, ‘যারা নির্বাচনে আওয়ামী লীগের, শেখ হাসিনার নৌকার বিরোধিতা করেছে, মদদ দিয়েছে, তাদের বাইরে রেখে সম্মেলন প্রস্তুতি কমিটি করে সম্মেলন করতে হবে।’

দেশের মানুষ মনে করে বাংলাদেশের ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোন বিকল্প নেই উল্লেখ করে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘আজকে ভাবুন পঁচাত্তরের পর এতো সৎ, এতো পরিশ্রমী, এতো দক্ষ, এতো জনপ্রিয় নেতা কি আর একজন এসেছে বাংলাদেশে।’

পদ্মা পাড়ের মায়াবী শহর ফরিদপুর বঙ্গবন্ধুর শহর, শেখ হাসিনার শহর, অনেক বীরের জন্ম এই ফরিদপুরে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই জেলার উন্নয়নে শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক।’

ওবায়দুল কাদের বলেন, ‘ফরিদপুরে বহুদিন পরে সম্মেলন হচ্ছে। বিগত কয়েক বছরে ফরিদপুরের রাজনীতিতে সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সুখকর নয়। অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। অনেক রক্তপাত হয়েছে। উপজেলা পর্যায়েও হয়েছে। ফরিদপুর শহরেও হয়েছে।’

ওবায়দুল কাদের সম্মেলনের সফলতা কামনা করেন এবং সশরীরের উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ এবং প্রধান বক্তা হিসেবে ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত আছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত