নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: ইভিএমে সহজে ভোট, বিপত্তিতে বয়স্করা
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: ইভিএমে সহজে ভোট, বিপত্তিতে বয়স্করা
![]() |
নারায়ণঞ্জের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের এক হাজার ৩৩৩টি বুথে এবারই প্রথম একযোগে ইভিএমে ভোট হচ্ছে |
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অধিকাংশ ভোটার ইভিএমে স্বল্প সময়ে স্বস্তিতে ভোট দেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করলেও কিছু বয়স্ক ভোটার বিপত্তির কথাও বলেছেন।
২০১১ সালের নির্বাচনে পরীক্ষামূলকভাবে কয়েকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হলেও, রবিবার (১৬ জানুয়ারি) সকালে সিটির ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের এক হাজার ৩৩৩টি বুথে এবারই প্রথম একযোগে ইভিএমে ভোট হচ্ছে।
সকালে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগের শিশুবাগ বিদ্যালয়, মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী শিশুবাগ বিদ্যালয়ে ইভিএমে ভোট দিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তবে ৭ নম্বর ওয়ার্ডের কদমতলীতে একটি কেন্দ্রে ইভিএম নষ্ট হওয়ার খবরও তিনি পেয়েছেন।
সকালে নিজ কেন্দ্রে ভোট দিয়ে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কোথাও কোথাও ভোটারের উপস্থিতি কম দেখে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, ‘ইভিএম-ভীতির কারণে’ হয়ত মানুষ কম।
তবে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা বলছেন, ইভিএম নিয়ে কেউ অভিযোগ করেননি। অনেকের বুঝতে অসুবিধা হলে তাদের প্রশ্ন করছেন, তার সমাধানও হয়েছে। ভোট স্বাভাবিকভাবে হচ্ছে।
বিভিন্ন কেন্দ্রের বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা বলেছে, “ভোটাররা ভোট দিতে গিয়ে অনেক সময় নিয়ে নিচ্ছেন। আমরা বাইরে থেকে বলে দেওয়ার পরেও তারা বুঝতে পারছেন না। আবার অনেকে আছেন এক মিনিটের মধ্যে ভোট কাস্ট করে চলে যাচ্ছেন।”
আবার কোনোও কোনও কেন্দ্রে দেখা গেছে, সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা লাইনে দাঁড়িয়ে থাকা নারীও বয়স্কদের ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, তা ইভিএমের চিহ্নসংবলিত বোর্ডে বুঝিয়ে দিচ্ছেন।

আরও পড়ুন

জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়` - ফেনী পৌরসভার ২৪ কাউন্সিলর পদে আ’লীগের ১৬১ মনোনয়ন প্রত্যাশী
- শিশু মারিয়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
খুন হওয়া বাবা-মাকে খুঁজে ফিরছে ছোট্ট মারিয়ার চোখ - মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- অস্তিত্ব হারাতে বসেছে দেড়শ’ বছরের পুরনো হাট