শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে: মির্জা ফখরুলের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট

২২:৫৮, ১০ সেপ্টেম্বর ২০২১

৪২৭

মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে: মির্জা ফখরুলের দাবি

সরকার পতনের আন্দোলনে মানুষ ঝাঁপিয়ে পড়বে এমন নিশ্চয়তা পেয়েছেন বলে দাবি করেছেন মির্জা ফখরুল
সরকার পতনের আন্দোলনে মানুষ ঝাঁপিয়ে পড়বে এমন নিশ্চয়তা পেয়েছেন বলে দাবি করেছেন মির্জা ফখরুল

সরকার পতনের আন্দোলনে মানুষ ঝাঁপিয়ে পড়বে এমন নিশ্চয়তা পেয়েছেন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  নিজের জেলা ঠাকুরগাঁওয়ে আন্দোলনের বিষয়ে জনগণের ব্যাপক স্বতঃস্ফূর্ততা দেখে এমন নিশ্চয়তা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী নিয়োগ পাওয়া প্রায় এক হাজার কর্মকর্তা-কর্মচারীর চাকরিচ্যুতির দশ বছরপূর্তি দিবস উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেছেন, ‘আমার অনেক বয়স হয়েছে। এরপরেও আমি খুব আশাবাদী মানুষ। আমি আরও আশাবাদী হয়েছি, গত তিন দিন আমার জেলায় পাঁচটি উপজেলা সফর করে। আমি দেখেছি মানুষের মধ্যে কী অভূতপূর্ব সাড়া।'

বিএনপির এই নেতা আরও বলেন, মানুষ সব দাঁড়িয়ে আছে, নিজের শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই শুরু হবে আন্দোলন, যখনই শুরু হবে সরকারকে পরাজিত করার যুদ্ধ তারা ঝাঁপিয়ে পড়বে। এই নিশ্চয়তা আমি দেখা গেছে।

মির্জা ফখরুল বলেন, ‘আসুন, অতীতের যে আন্দোলনে আমরা জয়লাভ করেছি, সেগুলোর মতো করে জনগণের ঐক্য তৈরি করে একটি গণতান্ত্রিক আন্দোলন করি। এর মধ্য দিয়ে এদেরকে পরাজিত করে আমরা জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করি। আইনের শাসনের প্রতিষ্ঠা করি- এই হোক আজকে আমাদের শপথ।’

জাতীয় বিশ্ববি্দ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতির ঘটনায় ক্ষতিগ্রস্থদের প্রতি একাত্মতা ও সমমর্মিতা প্রকাশ করে ফখরুল বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আছেন। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু নয়, অন্যান্য দপ্তরগুলোতে, অন্যান্য বিভাগসহ বিভিন্নসহ জায়গায় বাংলাদেশকে ভালোবাসা মানুষগুলো চাকরিচ্যুত হয়েছে।

‘তারা মনের বল ফিরে পাবে। তারা শক্তি ফিরে পাবে। এই আশ্বাস যে, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে আবার ফিরে পায়, তাহলে তাদের সমস্ত সমস্যা সম্মানের সঙ্গে সমাধান করা হবে। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে আশান্বিত করে।'
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত