রোববার   ১২ মে ২০২৪ || ২৮ বৈশাখ ১৪৩১ || ০১ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে আবদুল কাদের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন

স্টাফ করেসপন্ডেন্ট

১১:১৮, ২৬ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৩:৪৪, ২৬ ডিসেম্বর ২০২০

৯০১

সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে আবদুল কাদের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে মিডিয়া নোটে এ কথা জানানো হয়। এতে বলা হয়, অভিনেতা আব্দুল কাদের- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে আবদুল কাদের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। 

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কাদের মারা যান।

আবদুল কাদের ক্যান্সারে ভুগছিলেন। পরে তিনি করোনায়ও আক্রান্ত হন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

গত ৮ ডিসেম্বর চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিলো আবদুল কাদেরকে। সেখানে ১৫ ডিসেম্বর জানা যায়, এক সময়ের তুমুল জনপ্রিয় এই টেলিভিশন তারকা অভিনেতার শরীরে বাসা বেঁধেছে মরণঘাতি ক্যান্সার। চিকিৎসকরা তখনই জানিয়েছিলেন  ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে এবং তার অবস্থা সংকটাপন্ন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত