রোববার   ১০ নভেম্বর ২০২৪ || ২৫ কার্তিক ১৪৩১ || ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সীমান্ত হত্যা বন্ধ ও দোষীদের শাস্তি চেয়ে ভারতকে চিঠি

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:২৪, ৯ অক্টোবর ২০২৪

১৬৬

সীমান্ত হত্যা বন্ধ ও দোষীদের শাস্তি চেয়ে ভারতকে চিঠি

বাংলাদেশ সরকার ভারতকে আহ্বান জানিয়েছে সীমান্তে সব ধরনের হত্যাকাণ্ড বন্ধ করার জন্য। একই সঙ্গে, সীমান্তে সংঘটিত সব হত্যার তদন্ত এবং দোষীদের শাস্তির নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) ঢাকায় ভারতীয় হাইকমিশনকে পাঠানো একটি প্রতিবাদপত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় এই আহ্বান জানায়। কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার পর এ প্রতিবাদ করা হয়।

নিহত ব্যক্তি মো. কামাল হোসেন, যিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা, গত সোমবার বিএসএফের গুলিতে মারা যান।

প্রতিবাদপত্রে বলা হয়েছে, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামানোর ব্যাপারে ভারতের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বিএসএফের গুলিতে নিহত হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে, যা বাংলাদেশকে উদ্বিগ্ন করছে।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ড অপ্রত্যাশিত এবং অবাঞ্ছিত, যা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জন্য ১৯৭৫ সালের জারি করা সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালার পরিপন্থী।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত