শনিবার   ১২ অক্টোবর ২০২৪ || ২৭ আশ্বিন ১৪৩১ || ০৬ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে শেখ হাসিনা কী স্ট্যাটাসে আছে, জানে না অন্তর্বর্তী সরকার

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:২৫, ১৭ সেপ্টেম্বর ২০২৪

২৩০

ভারতে শেখ হাসিনা কী স্ট্যাটাসে আছে, জানে না অন্তর্বর্তী সরকার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারতে আছেন, তা জানে না অন্তর্বর্তীকালীন সরকার। আর এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও ভারতের কাছে জানতে চাওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌ন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সবকিছু আইন দিয়ে হয় না। ৪৫ দিন পার হওয়ার পরও ভারত চাইছে বলে শেখ হাসিনা সেখানে রয়েছেন। শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাস রয়েছেন আনুষ্ঠানিকভাবে এখনও তা দিল্লির কাছে জানতে চায়নি ঢাকা।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এখনও প্রকাশ্যে আসেন নি সাবেক এই প্রধানমন্ত্রী। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে অসংখ্য হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে প্রভাবশালী সাবেক কয়েকজন মন্ত্রী–প্রতিমন্ত্রী গ্রেফতার হয়েছেন। শুধু শেখ হাসিনার নামেই হয়েছে ১৩০টিরও বেশি হত্যা মামলা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত