শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ || ৫ আশ্বিন ১৪৩১ || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আরও কমলো রিজার্ভ

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৫৮, ২৮ মার্চ ২০২৪

৬৫১

আরও কমলো রিজার্ভ

আমদানির চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রা না থাকায় বাজারে ডলার বিক্রির ফলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। গত তিন সপ্তাহে আরও কমেছে রিজার্ভ।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, আইএমএফের গণনা পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ নেমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৫ কোটি ডলারে। যা গত ৬ মার্চ ছিল ২ হাজার ১১৫ কোটি ডলার।

২০২৩-২৪ অর্থবছরের শুরুতে গ্রোস রিজার্ভ ছিল ২৯ দশমিক ৭৩ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী ছিল, ২৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংকটের কারণে রিজার্ভ থেকে বাজারে প্রচুর ডলার বিক্রি করা হচ্ছে। এছাড়া এ মাসে আকুর বিলও পরিশোধ হয়েছে। রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ কম। এসব কারণেই মূলত রিজার্ভ কমছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত