শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১ || ১৮ মুহররম ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাড়ে তিন ঘন্টা পর আবারও ঢাকা বারের নির্বাচনে ভোট গ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:০১, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

২২৬

সাড়ে তিন ঘন্টা পর আবারও ঢাকা বারের নির্বাচনে ভোট গ্রহণ শুরু

ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটার উপস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে নির্ধারিত সময় ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে এদিন বেলা ১২ টার দিকে ভোট কেন্দ্রে নির্ধারিত ব্যালট পেপারের বদলে নকল স্ক্যানিং করা ব্যালট পেপার পাওয়াকে কেন্দ্র করে ভোট গ্রহণ স্থগিত করা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী আইনজীবী। এরপর প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে বারের সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্বাচন কমিশন কার্যালয়ে মিটিংয়ে বসেন।

এদিন সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়। এর আগে প্রথম দিন বুধবার একইভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে চার হাজার ২৩০ আইনজীবী ভোট প্রদান করেছেন।

নির্বাচনে সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত