শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তারেক-জোবায়দার মামলায় আরও ২ জনের সাক্ষ্য

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৩১, ১ জুন ২০২৩

২৪৪

তারেক-জোবায়দার মামলায় আরও ২ জনের সাক্ষ্য

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে আরও দুই জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। সাক্ষীরা হলেন, মোঃ গোলাম কিবরিয়া এবং মোঃ শেখ মুজিবুর রহমান।

বৃহস্পতিবার (১ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতে তাদের জবানবন্দি গ্রহণ করেন। তাদের জবানবন্দি গ্রহণ শেষে আগামী ৪ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।  

এখন পর্যন্ত ৫৬ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

গত বছর ১ নভেম্বর একই আদালত তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে আনা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ১৯  জানুয়ারি তাদের আদালতে হাজিরে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত।

চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত