বুধবার   ২৬ মার্চ ২০২৫ || ১১ চৈত্র ১৪৩১ || ২৩ রমজান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পরীমনির যৌন হয়রানির মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৩৫, ২৩ মে ২০২৩

আপডেট: ১৫:৩৭, ২৩ মে ২০২৩

৪৪৮

পরীমনির যৌন হয়রানির মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি

ফাইল ছবি
ফাইল ছবি

নায়িকা পরীমনির দায়ের করা মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৪ জুলাই ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৩ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ছিল। তবে এদিন অসুস্থ থাকায় পরীমনি সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হতে পারেননি। তার আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের পরবর্তী এ তারিখ ধার্য করেন।

মামলার আসামি হলেন, নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এদিন তারা আদালতে হাজিরা দেন।

গত বছর ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরপর ২৯ নভেম্বর পরীমনি এ মামলায় সাক্ষ্য দেন।

২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন, ও অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত