বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বছরের প্রথম মাসেই ১৩০ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট

০০:১৫, ৩ ফেব্রুয়ারি ২০২৩

৩৬৯

বছরের প্রথম মাসেই ১৩০ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য জায়গায় অভিযান চালিয়ে ১৩০ কোটি ৬৩ লাখ চার হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ২৬৮পিস ইয়াবা ট্যাবলেট, তিন কেজি ১৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, আট কেজি ৮৩২ গ্রাম হেরোইন, ১৪ হাজার ৬১৭ বোতল ফেনসিডিল, ২২ হাজার ৭২৮ বোতল বিদেশী মদ, পাঁচ হাজার ২২৯ ক্যান বিয়ার, ১৩৩ লিটার বাংলা মদ, দুই হাজার ৫০১ কেজি গাঁজা, এক লাখ ৯৩ হাজার ২৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৯ হাজার ২৮৯টি নেশাজাতীয় ইনজেকশন, ১০ হাজার ৯৪৭টি ইস্কাফ সিরাপ, ৯০৫ বোতল এমকেডিল বা কফিডিল, ছয় লাখ ৮৬ হাজার ৫৩৪ পিস বিভিন্ন প্রকার ওষুধ ৩৫ হাজার ৩৩০টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ১০ লাখ ৮৮ হাজার ৫৯টি অন্যান্য ট্যাবলেট।

বিজিবি জানায়, জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩১ কেজি ৬২৮ গ্রাম স্বর্ণ, ছয় কেজি ৬১ গ্রাম রূপা, এক লাখ ৬২ হাজার ১০৯টি কসমেটিক্স সামগ্রী, ২২ হাজার ৫১০টি ইমিটেশন গহনা, ১০ হাজার, ৭৮৯টি শাড়ি, পাঁচ হাজার ৭৬৩টি থ্রিপিস বা শার্টপিস বা চাদর বা কম্বল, দুই হাজার ৭১২টি তৈরি পোশাক, তিন হাজার ৩৮৬ ঘনফুট কাঠ, তিন হাজার ৯৪২ কেজি চা পাতা, ৮৬ হাজার ৭১৪ কেজি কয়লা, দুইটি কষ্টি পাথরের মূর্তি, ৪৭ কেজি কচ্ছপের শুটকি, এক হাজার, ৯৫০ কেজি কারেন্টজাল, এক হাজার ৭৪ কেজি কীটনাশক, সাতটি ট্রাক বা কাভার্ডভ্যান, ১৩টি পিকআপ, সাতটি ব্যক্তিগত গাড়ি, ২০টি সিএনজি বা ইজিবাইক এবং ৭৯টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি পিস্তল, ২২টি বিভিন্ন প্রকার গান, দুইটি ম্যাগাজিন, একটি মর্টার শেল, একটি ৬০ মি: মি: মর্টারের গোলা এবং ১৩০ রাউন্ড গুলিও রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯৮ জন চোরাকারবারিকে আটক করা হয়। আর অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৫২ জন বাংলাদেশি নাগরিক ও সাতজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত