শুক্রবার   ১৩ জুন ২০২৫ || ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ || ১৪ জ্বিলহজ্জ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৫ লাখ টাকার জাল টাকার মামলায় আসামি খালাস

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৪১, ২৪ জানুয়ারি ২০২৩

২৫ লাখ টাকার জাল টাকার মামলায় আসামি খালাস

 ২৫ লাখ টাকার মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন  ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকার ১৫ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক তেহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।

খালাসপ্রাপ্তরা হলেন, পল্টনের ‘হোটেল বন্ধু’র ম্যানেজার হাসান মজুমদার ও ওই হোটেলের বাবুর্চি সোহেল রানা।

মামলার অভিযোগে বলা হয়, বাদী মতিঝিল জোনাল টিম ডিবি (পূর্ব) এর পুলিশ পরিদর্শক তপন কুমার ঢালী সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ২০১৬ সালের ৬ নভেম্বর মতিঝিল থানাধীন ফকিরাপুলস্থ পশ্চিম পাশের গলিতে বিকাল সাড়ে ৪টায় পৌঁছালে পালানোর চেষ্টাকালে হাসান মজুমদার ও সোহেল রানাকে আটক করেন। তাদের দেহ তল্লাশিকালে হাতে থাকা ব্যাগে ২৫ লাখ টাকার জাল টাকা পায়। ওই ঘটনার মামলায় আসামিদের ২ দিনের রিমান্ডে নেয়া হয়।

২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মামলাটি তদন্তের পর মতিঝিল জোনাল টিম ডিবি (পূর্ব) এর পুলিশের এসআই দেওয়ান উজ্বল হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় আসামিরা ৫ মাস জেলহাজতে থাকার পর হাইকোর্ট থেকে জামিন পায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত