শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উপসচিব হলেন ৩৩৭ জন

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:১৯, ৭ মার্চ ২০২১

৫১৬

উপসচিব হলেন ৩৩৭ জন

উপসচিব হলেন ৩৩৭ জন
উপসচিব হলেন ৩৩৭ জন

প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩৩৭ কর্মকর্তা। রবিবার (৭ মার্চ) এই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপণে উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ইমেইলে তাদের যোগদানপত্র পাঠানোরও নির্দেশ দেয়া হয়েছে। ইমেইল ঠিকানাটি হলো: [email protected]

৩৩৭ কর্মকর্তাদের মধ্যে ১৫ জন কর্মকর্তা বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে দায়িত্বরত আছেন।

এসব কর্মকর্তাদের ক্ষেত্রে প্রজ্ঞাপণে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে।

আদেশ জারির পর পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পদে যোগদানের চিঠি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবে।

যোগদানের তারিখ থেকে পদোন্নতিপ্রাপ্ত পদ অনুযায়ী বেতন ভাতা দেয়া হবে বলে প্রজ্ঞাপণে বলা হয়েছে। তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের নির্ধিারিত হার প্রযোজ্য হবে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত