শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সমুদ্রে ভাসমান রোহিঙ্গাদের নেওয়ার বাধ্যবাধকতা নেই বাংলাদেশের

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১

৪৭২

সমুদ্রে ভাসমান রোহিঙ্গাদের নেওয়ার বাধ্যবাধকতা নেই বাংলাদেশের

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন ভারতীয় কোস্টগার্ডের উদ্ধার করা ৮১ জন রোহিঙ্গাকে বাংলাদেশের গ্রহণ করার কোনও কারণ নেই। তিনি বলেছেন, এরা বাংলাদেশের কেউ নয়, তাদের পাওয়া গেছে বাংলাদেশের সমুদ্রসীমার ১৭০০ কিলোমিটার দূরে আন্দামান দ্বীপপুঞ্জে, সুতরাং বাংলাদেশের কোনও বাধ্যবাধকতা নেই।  

ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা ভাসমান অবস্থায় ৮১ জন রোহিঙ্গাকে খুঁজে পায়। এদের অন্য ৮ সঙ্গী এরই মধ্যে মৃত্যুবরণ করেছে। ভারতীয় পক্ষ রোহিঙ্গাদের খাবার পানীয় সরবরাহ করলেও নিজের দেশে নিয়ে যেতে চায় না। 

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারও তাদের নিতে অস্বীকৃতি জানিয়েছে। 

ড. মোমেন বলেছেন, ভারত এই উদ্বারস্থল থেকে সবচেয়ে কাছের দেশ, আর মিয়ানমার রোহিঙ্গাদের নিজের দেশ। তাদের ফেরত নেওয়া মিয়ানমারেরই দায়িত্ব। 

যেখানে এই রোহিঙ্গাদের ভাসমান অবস্থায় পাওয়া গেছে সেখান থেকে ভারত সীমান্ত মোটে ১৪৭ কিলোমিটার দূরে আর মিয়ানমার ৩২৪ কিলোমিটার, এমনটা উল্লেখ করে ড. মোমেন বলেন, ভারত কিংবা মিয়ানমারেরই দায়িত্ব তাদের আশ্রয় দেওয়া। বিশ্বের অন্য কোনও দেশও সেটা করতে পারে। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত