বুধবার   ০৮ মে ২০২৪ || ২৫ বৈশাখ ১৪৩১ || ২৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এডিশনাল ডিআইজি হলেন ১৯ পুলিশ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট

২৩:৫৮, ১৩ জানুয়ারি ২০২১

৪০৯৬

এডিশনাল ডিআইজি হলেন ১৯ পুলিশ কর্মকর্তা

এডিশনাল ডিআইজি (অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক) হলেন পুলিশ সুপার পদমর্যাদার ১৯ পুলিশ কর্মকর্তা। বুধবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

যেসব কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন তারা হচ্ছেন (প্রজ্ঞাপন ক্রম অনুসারে):
ঢাকা নৌ পুলিশের পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শফিকুল ইসলাম, ঢাকা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (প্রশাসন ও প্ল্যানিং) মো: বরকতুল্লাহ খান, ডিএমপি উপ-কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, বিএমপি উপ-কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, সিআইডি’র পুলিশ সুপার মো. শামসুল আলম, ঢাকা হাইওয়ে পুলিশের সুপার মো. নজরুল ইসলাম, পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, ডিএমপি উপ-কমিশনার মো. জামিল হাসান, ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সুপার সানা শামীনুর রহমান, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মো. আতিকুর রহমান, ঢাকা পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ডিএমপি উপ-কমিশনার মো. ওয়ালিদ হোসেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার (পিবিআই) মিয়া মাসুদ করিম, রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মো. মেহেদুল করিম, বিশেষ শাখা’র (এসবি) পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, চট্টগ্রামের রেলওয়ে পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার এবং রংপুর রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত