শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২ || ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল

অপরাজেয় বাংলা ডেস্ক

১৯:৩১, ১৫ আগস্ট ২০২৪

কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল

কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সদর দপ্তরে ৭ রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ ১২ কর্মকর্তাকে ফেরানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আদেশে এসব রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ কর্মকর্তাদের অবিলম্বে ফেরত আসার কথা বলা হয়েছে। ফেরত নিয়ে আসা এসব কর্মকর্তারা চুক্তির ভিত্তিতে বা প্রেষণে ঐ পদগুলোতে ছিলেন।

যদেরকে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে--

১.মালেতে হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ ২. রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান ৩. ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ৪. সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী ৫. জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ ৬. আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ৭. জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া ৮. ওয়াশিংটনে প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা ৯. কানাডার অটেয়ায় কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা ১০. নিউইয়র্কে তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদ

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank