শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২ || ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আন্দোলনের বিরোধিতাকারীরাই অগ্নিসংযোগ-লুটপাট করছে: মির্জা ফখরুল

অপরাজেয় বাংলা ডেস্ক

১৪:০১, ৬ আগস্ট ২০২৪

আন্দোলনের বিরোধিতাকারীরাই অগ্নিসংযোগ-লুটপাট করছে: মির্জা ফখরুল

বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পরপরই দেশের বিভিন্ন স্থানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আর এসব ঘটনায় আন্দোলনে বিরোধিতাকারীরাই জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে যারা এসব সহিংসতা করছে, এখনই তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা স্মরণ করছি। এই আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিলেন এবং আছেন তাদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে মনে করি আমাদের ওপর অনেক বড় দায়িত্ব অর্পিত হয়েছে। বিশেষ করে দেশের যেসব গণতান্ত্রিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছে তা গণতান্ত্রিকভাবে গড়ে তোলা।

মির্জা ফখরুল বলেন, আমরা আপনাদের (সাংবাদিক) কাছে বিষয়টি খুব জোর দিয়ে অনুরোধ রাখতে চাই এই বার্তাটি সবার কাছে পোঁছে দেন। যারা এখনও সহিংসতা, লুটপাট, অগ্নিসংযোগ করছেন তারা অবিলম্বে বন্ধ করুন। এখন রাগ, ক্ষোভ, প্রতিহিংসাপরায়ণ হওয়ার সুযোগ নেই। আমাদের দলের নেতা-কর্মীদের বলব এই ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সহিংসতাকারীদের প্রতিরোধ করুন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank