রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫ || ২৯ ভাদ্র ১৪৩২ || ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পদ্মা সেতুর ঋণের ৭ম ও ৮ষ্ঠ কিস্তির ৩১৪ কোটি টাকা পরিশোধ

অপরাজেয় বাংলা ডেস্ক

১৫:৪৭, ২৭ জুন ২০২৪

পদ্মা সেতুর ঋণের ৭ম ও ৮ষ্ঠ কিস্তির ৩১৪ কোটি টাকা পরিশোধ

পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেওয়া ঋণের ৭ম ও ৮ম কিস্তি বাবদ ৩১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকা পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অর্থ বিভাগের কাছে চেক হস্তান্তর করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চুক্তি অনুযায়ী ২০২২-২৩ অর্থবছর থেকে সেতুটির ঋণ পরিশোধ শুরু হয়েছে, চলবে ২০৫৬-৫৭ অর্থবছর পর্যন্ত।

এর আগে, গত বছরের ৫ এপ্রিল প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ মোট ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা, ১৯ জুন তৃতীয় ও চতুর্থ কিস্তি বাবদ ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার টাকা এবং পঞ্চম ও ষষ্ঠ কিস্তি বাবদ ৩১৫ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৪৪২ টাকা পরিশোধ করা হয়।

সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, এখন পর্যন্ত মোট ১ হাজার ২৬২ কোটি ৬৬ লাখ ছয় হাজার ৫৪৮ টাকা পরিশোধ করা হয়েছে।

বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা। নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। এরপর থেকে চলতি বছরের ২৬ জুন পর্যন্ত সেতুতে টোল আদায় হয়েছে এক হাজার ৬৫৩ কোটি ৭১ লাখ ৬৫ হাজার ৫৫০ টাকা।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank