রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫ || ৩০ ভাদ্র ১৪৩২ || ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘জাতীয় নির্বাচন ধাপে ধাপে হলে ভোট আয়োজন সহজ হবে’

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:৪২, ২ জুন ২০২৪

‘জাতীয় নির্বাচন ধাপে ধাপে হলে ভোট আয়োজন সহজ হবে’

নির্বাচনী আইনের সংস্কার চায় নির্বাচন কমিশন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় নির্বাচন ধাপে ধাপে হলে ভোট আয়োজন সহজ হবে। আজ রোববার দুপুরে নির্বাচন কমিশন ভবনে ইসি এবং টিআইবির বৈঠক শেষে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার।

এ সময় সিইসি বলেন, ধাপে ধাপে নির্বাচন ও ভোটের হারের ভিত্তিতে আসন বিন্যাসে নির্বাচন কমিশন সম্মত। এতে ভোট আয়োজন সহজ হবে।

সিইসি আরও জানান, সংস্কারের মাধ্যমে যদি পদ্ধতিগত উন্নয়ন করা যায় তাহলে ভোটে জনগণের অংশগ্রহণ বাড়বে। রাজনৈতিক সমঝোতা না হলে নির্বাচন স্ট্যাবলও হবে না।

নির্বাচনে ইভিএমের ব্যবহার প্রসঙ্গে সিইসি বলেন, ইভিএম নিয়ে অনাস্থা ছিল, আছে। তবে ইভিএমকে আরও সহজ করা যায়।

রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতা কমাতে এক টেবিলে বসার প্রয়োজনের কথা এসময় উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। ইসির একার পক্ষে অবাধ-সুষ্ঠু ভোট করা সম্ভব নয় বলেও জানান তিনি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank