শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১ || ১৮ মুহররম ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জিম্মি নাবিকদের মুক্তির বিষয়ে জলদস্যুদের সঙ্গে আলোচনায় অগ্রগতি 

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:৩১, ২ এপ্রিল ২০২৪

২২৪

জিম্মি নাবিকদের মুক্তির বিষয়ে জলদস্যুদের সঙ্গে আলোচনায় অগ্রগতি 

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহের ২৩ জন নাবিকের মুক্তির বিষয়ে জলদস্যুদের সঙ্গে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। 

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কমোডর মোহাম্মদ মাকসুদ আলম। 

ডিজি বলেন, আলোচনা ফলপ্রসূভাবে শেষ করতে কত সময় লাগতে পারে—তা এখনই বলা যাচ্ছে না। তবে ভালো অগ্রগতি হয়েছে। 

তিনি আরও জানান, জাহাজে থাকা নাবিকরা ভালো আছেন। তাদের মাঝে মাঝে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হচ্ছে।

এর আগে এসআর শিপিংয়ের কর্মকর্তারা তৃতীয় পক্ষের মাধ্যমে জলদস্যুদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানান। 

প্রসঙ্গত, গত ১২ মার্চ ভারত মহাসাগরে নাবিকসহ বাংলাদেশি জাহাজটি জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত