সোমবার   ১০ নভেম্বর ২০২৫ || ২৫ কার্তিক ১৪৩২ || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঈদে ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড ও স্পিডবোট

অপরাজেয় বাংলা ডেস্ক

১৫:০৯, ২৭ মার্চ ২০২৪

ঈদে ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড ও স্পিডবোট

নৌপুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ জানিয়েছেন, ঈদুল ফিতরের আগে ও পরে বাল্কহেড চলাচল মোট ১১ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। সেই সঙ্গে স্পিডবোট শুধু রাতে বন্ধ থাকবে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মোহা. আবদুল আলীম মাহমুদ বলেন, ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌপুলিশ বদ্ধ পরিকর। তাদের যাত্রা সহজ ও নিরাপদ করতে আগামী ৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঈদে নৌযাত্রীদের নিরাপত্তা দিতে নৌ পুলিশ সব নৌঘাট, নৌটার্মিনালগুলোতে দায়িত্ব পালন করবে। সব নৌযানের চলাচলের বিষয়ে নৌপুলিশের বিশেষ নজরদারি থাকবে।

সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি জানিয়ে নৌপুলিশ প্রধান বলেন, কোনো নৌযান প্রতিযোগিতামূলকভাবে বেশি যাত্রী বোঝাই করে বেশি স্পিড দিয়ে চালালে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নৌপথে যেকোনো সমস্যায় জাতীয় জরুরি সেবা ও নৌপুলিশের কন্ট্রোল রুমের নম্বরে নৌপুলিশকে অবগত করলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নৌপুলিশের কন্ট্রোল রুমের নম্বর- ০১৩২০১৬৯৫৯৮ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank