ভারতে জ্বালানি তেল পাচারের আশঙ্কা রয়েছে: প্রতিমন্ত্রী
ভারতে জ্বালানি তেল পাচারের আশঙ্কা রয়েছে: প্রতিমন্ত্রী
![]() |
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের বাজারে জ্বালানি তেলে দাম ভারতের চেয়ে কম। এ পরিস্থিতিতে ভারতে জ্বালানি তেল পাচারের আশঙ্কা রয়েছে।
শনিবার (৯ মার্চ) বারিধারা লেক পার্কে নারী দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণের ফলে দেশে সব ধরনের জ্বালানির দাম কমেছে। এক্ষেত্রে পাশের দেশের চেয়ে দাম কম হওয়ায় ভারতে জ্বালানি তেল পাচারের আশঙ্কা রয়েছে। তবে, পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সীমান্তে কঠোর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নসরুল হামিদ বলেন, আগামী কৃষি মৌসুম সামনে রেখে, গ্যাস বিদ্যুৎ জ্বালানি সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয়, এ ব্যাপারে সরকার পুরোপুরি প্রস্তুত। বিষয়টি জোর মনিটরিং করা হচ্ছে। উেল্লেখ্য, গত ৭ মার্চ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে নতুন ফর্মুলা অনুযায়ী জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন ফর্মুলা অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছিল ১০৯ টাকায়। প্রতি লিটার অকটেনের দাম ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে প্রতি লিটার অকটেনের দাম ছিল ১৩০ টাকা। আর ৩ টাকা কমিয়ে প্রতি লিটার পেট্রলের দাম নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা; যা আগে প্রতি লিটার বিক্রি হয় ১২৫ টাকায়।
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- স্বর্ণের দাম আবার কমলো
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
















