মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোটগ্রহণ ৯ মার্চ

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:০৭, ২২ জানুয়ারি ২০২৪

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোটগ্রহণ ৯ মার্চ

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে কুমিল্লা সিটির মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

সোমবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।

উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, এবারও ৫ ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের নির্বাচন। এপ্রিলে প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা আছে।

প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি করপোরেশনে সবশেষ ২০১৯ সালের ৫ মে নির্বাচন হয়। যদিও ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। শুধু কাউন্সিলর পদে ভোট হয়। এ সিটি করপোরেশনে ৩৩টি সাধারণ ওয়ার্ড ছাড়াও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে।

অন্যদিকে, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের মৃত্যুতে গত ১৩ ডিসেম্বর থেকে পদটি শূন্য রয়েছে। আগামী ১১ মার্চের মধ্যে এই সিটিতে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank