শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাজারে শীতের সবজির দাম বাড়ছে 

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:৪০, ২৭ জানুয়ারি ২০২৩

৪২৪

বাজারে শীতের সবজির দাম বাড়ছে 

দেশের বাজারে বেড়েছে সবজি ও ডিমের দাম। কিছুটা কমেছে আটার দাম। শীতের শেষদিকে এসে কাঁচাবাজারে সবজি কমে যাচ্ছে। এছাড়া চিনির দাম ১ ফেব্রুয়ারি থেকে বাড়ার কথা থাকলেও দুইদিন আগে থেকেই বাড়তি দামে কিনতে হচ্ছে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে বাজারে শীতকালীন সবজির টান পড়ায় দাম বেড়েছে।

আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫-৫০ টাকায়। মিষ্টি কুমড়ার কেজি ৪০-৫০ টাকা, চালকুমড়া পিস ৫০-৬০ টাকা। লম্বা ও গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। শিম ৪০ টাকা, ঢ্যাঁড়স ১২০ টাকা, করলা ১০০-১২০ টাকা ও প্রতি কেজি আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বরবটি ১২০ টাকা কেজি, চিচিঙ্গা ৮০ টাকা, ঝিঙ্গা ৯০-১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, কচুর লতি ৭০-৮০, ধুন্দুল ৬০-৭০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, ধনিয়া পাতা ১২০ টাকা ও গাজর ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অধিকাংশ পণ্যের দর ঊর্ধ্বমুখী হলেও কিছুটা কমেছে আটার দাম। খোলা আটার বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, প্যাকেটের কেজি ৬৫ টাকা। দুই কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

রায়েরবাজারের খুচরা ক্রেতা মেহেদী হাসান বলেন, সবজি কিছুটা কম পাওয়া যাচ্ছে আগের তুলনায়। দামও অনেকাংশে বেশি। তাছাড়া চিনির দাম গত দুইদিন হলো বেশি নেওয়া হচ্ছে।

বাজারে সবজির দাম উঠা-নামার মধ্যে থাকে। এ সপ্তাহে সবজির দাম বেড়েছে। সাধারণত শীতের মৌসুম শেষের দিকে সবজির দাম কম থাকে। কিন্তু উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে।  

এদিকে, বাজারে সয়াবিন তেল লিটার প্রতি ১৮৭ টাকা, লবণ ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে। মসলার বাজারে দাম অনেকটা গত সপ্তাহের বাজারের মতোই।

মাংসের বাজারে গরুর কেজি ৬৮০-৭০০ টাকা, খাসির মাংস কেজিতে ৯০০-১০০০ টাকা। এছাড়া আগের দামেই রয়েছে মুরগি অর্থাৎ ব্রয়লারের কেজি ১৫০ থেকে ১৬০ টাকা, সোনালি মুরগি ২৪০-২৬০ টাকা ও লেয়ার মুরগি কেজিতে বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত