শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলায় লেখা চেক ফিরিয়ে দেওয়ায় মোস্তফা জব্বারের আক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৩৭, ২ ডিসেম্বর ২০২১

৫৬১

বাংলায় লেখা চেক ফিরিয়ে দেওয়ায় মোস্তফা জব্বারের আক্ষেপ

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, 'মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি?'

আজ সকালে সাড়ে ১১টার দিকে এই স্ট্যাটাস দেন তিনি। এরপরই স্ট্যাটাসটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

ওই স্ট্যাটাসের কমেন্টে তিনি বলেন, 'আপনারা অনেকেই আমার দুর্দশায় সংহতি প্রকাশ করেছেন। ধন্যবাদ। কেউ কেউ হা হা করেছেন—তাহারা "কাহার জন্ম নির্ণয় না জানি"। 

সুখবর হলো অবশেষে চাপে পড়ে চেকটির কোনো পরিবর্তন ছাড়াই টাকা দেওয়া হয়েছে ও ব্যাংক কর্তৃপক্ষ ভুলের জন্য ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে আর কখনও এমন ভুল বা বাংলা হরফ নিয়ে কোনো বিভ্রান্তি হবে না।'

তিনি আরও লিখেছেন, 'ব্যাংকের নিয়মে বাংলা বিরোধিতার কিছু নেই। এটা ওই শাখার কিছু লোকের মানসিকতা। কেউ এমন অবস্থায় পড়লে অবশ‌্যই প্রতিবাদ করবেন। আমি পাশে আছি।'

পরবর্তীতে পোস্টটি সংশোধন করে তিনি লিখেন, 'আজ সকালে একটি চেকে আমি "ডিসেম্বর" বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরৎ দিয়েছিলো। এরপর সব ঠিক হয়েছে। এটা আমাদেরই বাংলাদেশ। প্রমাণিত হলো ন্যায়সঙ্গত প্রতিবাদ করলে জয়ী হওয়া যায়। সেই চেকের টাকা ভাঙানো হয়েছে। জয় বাংলা।'

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত