মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০ || ০৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

নিউজ ডেস্ক

২৩:৫১, ১৮ অক্টোবর ২০২১

৪৩৮

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল হিসেবে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। তিনি বলেছেন এ ধরনের বিদ্বেষ সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটা থামানো উচিত। 

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় একটি টুইটে এ কথা বলেন মিয়া সেপ্পো। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এই টুইট করেন তিনি। 

মিয়া সেপ্পো আরও লেখেন, "আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানোর পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ওপর এই হামলার স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এই আবাসিক প্রতিনি। 

"বাংলাদেশ অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠা জোরদারের প্রয়াসে যুক্ত হতে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।"
- টুইটে উল্লেখ করেন মিয়া সেপ্পো। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত