শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পিছিয়ে ভারত ও পাকিস্তান

ক্ষুধা সূচকে বিশ্বে ৭৬তম অবস্থানে বাংলাদেশ

অপরাজেয় বাংলা ডেস্ক

১৪:০৮, ১৫ অক্টোবর ২০২১

৪০১

পিছিয়ে ভারত ও পাকিস্তান

ক্ষুধা সূচকে বিশ্বে ৭৬তম অবস্থানে বাংলাদেশ

বিশ্ব ক্ষুধা সূচকে ১১৬টি দেশের মধ্যে ৭৬তম অবস্থানে আছে বাংলাদেশের। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। যদিও সেই তালিকায় দেশের সংখ্যা ছিল ১০৭টি। 

বৃহস্পতিবার প্রকাশিত এক সূচকে এ তথ্য জানানো হয়। আইরিশ দাতব্য সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড এইড ও জার্মান সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে এ সূচক তৈরি করেছে।

তালিকায় বাংলাদেশের অবস্থান ‘উদ্বেগজনক’ ক্যাটাগরিতে। প্রতিবেশি ভারত, পাকিস্তানের অবস্থা আরও নাজুক।  ভারতের অবস্থান স্থান ১০১। ভারতকে মাদাগাস্কার, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইয়েমেন, বুরুন্ডি, কোমোরোস, দক্ষিণ সুদান এবং সিরিয়ার সঙ্গে ‌‌‘আশঙ্কাজনক’ বিভাগে রাখা হয়েছে। পাকিস্তানের অবস্থান ৯২।

অপুষ্টির পরিমাণ, পাঁচ বছরের কম বয়সী শিশুদের উচ্চতা অনুযায়ী কম ওজন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের বয়স অনুযায়ী কম উচ্চতা এবং শিশু মৃত্যুর হার হিসাব করে ক্ষুধার মাত্রা নির্ধারণ করা হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত