শুক্রবার   ১০ মে ২০২৪ || ২৬ বৈশাখ ১৪৩১ || ২৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশ-অস্ট্রিয়া বিমান পরিষেবা চুক্তি সাক্ষরিত

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:৫২, ৮ জুন ২০২১

৪২৮

বাংলাদেশ-অস্ট্রিয়া বিমান পরিষেবা চুক্তি সাক্ষরিত

দুই দেশের মধ্যে ব্যবস্যা-বাণিজ্য ও জনসংযোগ বৃদ্ধিতে বিমান পরিষেবা চুক্তি করেছে বাংলাদেশ-অস্ট্রিয়া সোমবার (৭ ‍জুন) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই চুক্তি সাক্ষরিত হয়।

নিজ নিজ দেশের হয়ে চুক্তি সাক্ষর করে অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুহাম্মাদ আব্দুল মুহিতি ও অস্ট্রিয়ার ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী আন্দ্রেয়াস রিউকেন।  

বাংলাদেশ থেকে পণ্য ও যাত্রী পারাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ভিয়েনা। বিমান পরিষেবা চুক্তির মাধ্যমে ঢাকা আশা করছে, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলসহ মধ্য, পূর্ব ও উত্তর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগে আঞ্চলিক কেন্দ্র হয়ে উঠবে অস্ট্রিয়া।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন চুক্তির মাধ্যমে খুব দ্রুত ঢাকা-ভিয়েনা যাত্রী ও কার্গো বিমান চলাচল করবে এবং দুই দেশের ব্যবসা সম্প্রসারিত হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত