শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ || ৫ আশ্বিন ১৪৩১ || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পিপি পদে এহসানুল হক সমাজীর নিয়োগ বাতিল

অপরাজেয় বাংলা ডেস্ক

১২:৫৮, ৩০ আগস্ট ২০২৪

১২৭

পিপি পদে এহসানুল হক সমাজীর নিয়োগ বাতিল

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে অ্যাডভোকেট এহসানুল হক সমাজীর নিয়োগ বাতিল করা হয়েছে। গত সপ্তাহের মঙ্গলবার পিপি হিসেবে তাকে নিয়োগ দেয় অন্তবর্তীকালীন সরকার।  

বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে ইস্যু করা একটি চিঠি তার নিয়োগ বাতিল করা হয়।

এর আগে বিএনপিপন্থি আইনজীবীরা সমাজীর নিয়োগ বাতিল চেয়ে বিক্ষোভ সমাবেশ করে। তা না হলে তাকে এ দায়িত্বপালন করতে দেওয়া হবে না মর্মে হুমকি প্রদান করেন। তারা সমাজীকে বিগত আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মা বলে অভিহিত করেন।  

এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সুবিধা দেয়ার জন্য নিয়োগ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা।

এমন আবহে বৃহস্পতিবার পিপির দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে চিঠি দেন সমাজী।  

পেশাগত মর্যাদাকে বজায় রাখার স্বার্থে ও ব্যক্তিগত বা পারিবারিক কারণে এ দায়িত্ব পালনে অপারগতা জানান তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত