বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২ || ১৫ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পুলিশের গুলিতে পুলিশ নিহত: কনস্টেবল কাওসার ৭ দিনের রিমান্ডে

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:৩৪, ৯ জুন ২০২৪

পুলিশের গুলিতে পুলিশ নিহত: কনস্টেবল কাওসার ৭ দিনের রিমান্ডে

পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যায় অভিযুক্ত আরেক পুলিশ কনস্টেবল কাওসারকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ জুন) আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে অভিযুক্ত পুলিশ সদস্য কাওসারকে জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর আদালতে তাকে উপস্থাপন করা হয়। পরে আদালত কাওসারের সাতদিন রিমান্ড মঞ্জুর করেন।  

এদিকে নিহত মনিরুল ইসলামের ভাই বাদী হয়ে গুলশান থানায় মামলা করেছে। এতে কনস্টেবল কাউসার আলীকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: ‘তর্কাতর্কিতে ৮-৯টি গুলি ছুড়েছে, আঘাতের পর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে কনস্টেবল কাওসার’ (ভিডিও)

এর আগে শনিবার (৮ জুন) দিবাগত রাতে কনস্টেবল কাওসার আলীর গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল। নিহত মনিরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কূটনৈতিক নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন।

এ ঘটনায় সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক গাড়ি চালক আহত হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank