শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১ || ১৮ মুহররম ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকা আইনজীবী নির্বাচন : দ্বিতীয় দিনের ভোট গ্রহণ বন্ধ

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:৫৫, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

২৬১

ঢাকা আইনজীবী নির্বাচন : দ্বিতীয় দিনের ভোট গ্রহণ বন্ধ

ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ কার্যকরী কমিটি গঠনের দুইদিন ব্যাপী নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২ টার দিকে ভোট কেন্দ্রে নির্ধারিত ব্যালট পেপারের বদলে নকল স্ক্যানিং করা ব্যালট পেপার পাওয়াকে কেন্দ্র করে ভোট গ্রহণ স্থগিত রয়েছে

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে বারের সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্বাচন কমিশন কার্যালয়ে রুদ্ধদ্বার মিটিংয়ে বসেছেন।

এ ব্যাপারে নীল দলের ট্রেজারার পদপ্রার্থী আব্দুর রশীদ মোল্লা বলেন, বেলা ১২ টার দিকে কেন্দ্রে এসে দেখি ব্যালট নিয়ে গেছে। এ ঘটনার পর এখন ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

নির্বাচনে সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত