বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ || ১৮ বৈশাখ ১৪৩১ || ২১ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফরিদপুরে অস্ত্র মামলায় রুবেলসহ দু’জনের ১৭ বছরের কারাদণ্ড

অপরাজেয় বাংলা ডেস্ক

১৫:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

১৭০

ফরিদপুরে অস্ত্র মামলায় রুবেলসহ দু’জনের ১৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার দুই আসামিকে অস্ত্র মামলায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ইমতিয়াজ হাসান রুবেল (৪৯) ও রেজাউল করিম বিপুল (৩৮)।

আদালত পুলিশের পরিদর্শক আবুল খায়ের জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, অস্ত্র আইনে দুজনকে ১০ বছর করে এবং গুলি রাখায় একই আইনে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেন বিচারক। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আসামিরা দুটি ধারার সাজা একসঙ্গে ভোগ করতে পারবেন।

এর আগে ২০২০ সালের জুনে জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার মামলায় ইমতিয়াজ হাসান রুবেলসহ নয়জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের নামে পৃথক দুটি মামলা হয়। এছাড়া মানি লন্ডারিংসহ বরকত ও রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১১টি মামলা করা হয়।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত