শনিবার   ১২ জুলাই ২০২৫ || ২৭ আষাঢ় ১৪৩২ || ১৪ মুহররম ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিমুল বিশ্বাস-সোহেলসহ ৭৭ জনের মামলায় রায় থেকে যুক্তিতর্কে

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

শিমুল বিশ্বাস-সোহেলসহ ৭৭ জনের মামলায় রায় থেকে যুক্তিতর্কে

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ৭৭ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানার নাশকতার এক মামলায় রায় থেকে উত্তোলন করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিমের উদ্দিনের আদালতে মামলাটি রায়ের জন্য দিন ধার্য ছিল। তবে আদালত মামলাটি রায় থেকে উত্তোলন করে আগামী ২০ মার্চ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য করেছেন।

অপর আসামিদের মধ্যে রয়েছেন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, শেখ রবিউল আলম রবি, নবী উল্লাহ নবীসহ প্রমুখ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়ার অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটির তারিখ ধার্য ছিল। ওইদিন তিনি পুরান ঢাকার বকশীবাজারস্থ সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হাজিরা দেন। দুপুর ২ টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়া আদালত থেকে বের হওয়ার আগেই আসামিরা ওই এলাকার চারদিক থেকে লাঠিসোটাসহ মিছিল সহকারে আব্দুল গণি রোড অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ তাদের রাস্তা ছাড়তে অনুরোধ করে। তারা তা না শুনে পুলিসের মাইক্রোবাস ভাংচুর করে। এছাড়া বাস, মিনিবাস ও প্রাইভেটকার ভাংচুর করে।
এ ঘটনায় ওইদিনই শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মোফাখখারুল ইসলাম মামলাটি করেন।

২০১৮ সালের ২০ নভেম্বর মামলাটি তদন্ত করে শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর শাহ আলম মিয়া আদালতে চার্জশিট দাখিল করেন।

২০২৩ সালের ২৭ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এই তারিখ ধার্য করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank