মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ || ১৪ চৈত্র ১৪২৯ || ০৪ রমজান ১৪৪৪

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সংঘর্ষ : আইনজীবী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:১১, ১৬ মার্চ ২০২৩

৯৭

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সংঘর্ষ : আইনজীবী রিমান্ডে

ফাইল ছবি
ফাইল ছবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ভাংচুর, মারধরের মামলায় সালাহ উদ্দিন রিগ্যান নামে এক আইনজীবীর এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের এসআই জুলহাস উদ্দিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তার এক দিনের রিমান্ডের আদেশ দেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ভাংচুর, মারধরের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান বুধবার শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজলসসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০/৩৫০ জনকে আসামি করা হয়েছে।
 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
BKash CA
খবর বিভাগের সর্বাধিক পঠিত