শনিবার   ১১ মে ২০২৪ || ২৭ বৈশাখ ১৪৩১ || ০১ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিচারপতি মানিকের ওপর হামলা: সাবেক কাউন্সিলরসহ ৩ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:২৫, ১১ নভেম্বর ২০২২

২৯৫

বিচারপতি মানিকের ওপর হামলা: সাবেক কাউন্সিলরসহ ৩ জন কারাগারে

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ ৩ জনের এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন থানায় করা মামলায় আসামিদের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফরমান আলী।

আবেদনেরর পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপর দুই আসামি হলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আলী আকবর চুন্নি।

গত ৮ নভেম্বর বিকেল তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ৯ নভেম্বর আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ২ নভেম্বর পল্টন এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় বিএনপি সমাবেশ দিকে যাওয়া মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা করা হয়। পরে এ ঘটনায় তার পক্ষে থানায় গানম্যান রফিকুল ইসলাম মামলা করেন। মামলায় অজ্ঞাত অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত