শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতার সাত বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৩১, ২৯ সেপ্টেম্বর ২০২২

৩৪৩

বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতার সাত বছর কারাদণ্ড

ফাইল ছবি
ফাইল ছবি

 

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি কর্নেল রশিদের জামাতা মো. ফুয়াদ জামানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আসামির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় এই রায় দেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত আসামির এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

কর্নেল রশিদের মেয়ে শেহনাজ রশিদ খানের জামাতা মো. ফুয়াদ জামান।

জানা যায়, ২০১৮ সালের ১৫ আগস্টে ফুয়াদ ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করেন। সেই সঙ্গে আদালতের রায়ে প্রমাণিত হত্যাকারীদের প্রকাশ্যে সমর্থন জানান। এরপর ২৩ আগস্ট মো. নাজমুল হাসান পিয়াস নামে এক ব্যক্তি ধানমন্ডি থানায় এ আসামির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন। গত ১২ সেপ্টেম্বর রাতে রাজধানীর হাতিরঝিলে অভিযান চালিয়ে পেশায় শিক্ষক ফুয়াদ জামানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

২০২১ সালের ৬ জানুয়ারি আদালত এই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত