শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিক্ষক উৎপল হত্যা মামলায় জিতুর বাবার দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৩২, ৫ জুলাই ২০২২

৩৪৮

শিক্ষক উৎপল হত্যা মামলায় জিতুর বাবার দোষ স্বীকার

আসামি জিতুর বাবা উজ্জ্বল। ফাইল ছবি
আসামি জিতুর বাবা উজ্জ্বল। ফাইল ছবি

সাভারে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকাণ্ডের মূল আসামি বখাটে জিতুর বাবা মো. উজ্জলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (৫ জুলাই) পাঁচ দিনের রিমান্ড শেষে উজ্জলকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমদাদুল হক। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়া তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল কাজী আশরাফুজ্জামান তার জবানবন্দি রেকর্ড করেন।

গত ২৯ জুন উজ্জলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরদিন মুল আসামির জিতুরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৮ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এরআগে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। 

জানা যায়, গত শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে ওই শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান। রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে জিতুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে এখনো অভিযুক্ত শিক্ষার্থী পলাতক রয়েছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত