শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্ত্রীসহ মাদক ব্যবসায়ী উজ্জলের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট 

১৩:১৫, ২৯ জুন ২০২২

৩১৫

স্ত্রীসহ মাদক ব্যবসায়ী উজ্জলের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মাদক উজ্জল ওরফে উত্তম সাহা এবং তার স্ত্রী মিসেস রত্মা ওরফে মোছা. রত্মাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২৯ জুন) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।এছাড়া রিপন নামে এক আসামিকে ৬ বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

এছাড়া আরেক ধারায় রত্মা ও উজ্জলকে ১০ বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও তিন মাস কারাভোগ করতে হবে।

উভয় ধারার সাজা একত্রে চলবে। সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিন আসামিই পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেছেন।

অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ২৩ জুলাই বিকেলে মাদকবিরোধী অভিযানে মিরপুর থানাধীন বেগম রোকেয়া স্মরণীর অনামিকা কনকর্ড টাওয়ারের সামনে থেকে চারশ পিচ ইয়াবাসহ রিপনকে আটক করে ডিবি পুলিশ। তার দেয়া তথ্য মতে উজ্জলের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে ১৯ হাজার ৬০০ পিচ ইয়াবা এবং ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উজ্জলের স্ত্রী রত্মাকে আটক করে ডিবি পুলিশ।  এ ঘটনায় মিরপুর জোনাল টিমের এসআই (নিরস্ত্র) রফিকুজ্জামান মিঞা ওই দিন মামলাটি দায়ের করেন। 

মামলাটি তদন্ত করে ওই বছরেরই ১ অক্টোবর তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মিরপুর জোনাল টিমের পুলিশ পরিদর্শক মীর রেজাউল ইসলাম।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত