শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১২ শ্রাবণ ১৪৩১ || ১৮ মুহররম ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গাজীপুর সিটি নির্বাচন: কাউন্সিলর পদে আ.লীগের ৬১ বিএনপির ১৫ নেতা জয়ী

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:৫৫, ২৬ মে ২০২৩

আপডেট: ২৩:৫৬, ২৬ মে ২০২৩

৬৩৮

গাজীপুর সিটি নির্বাচন: কাউন্সিলর পদে আ.লীগের ৬১ বিএনপির ১৫ নেতা জয়ী

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৭৬ জন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের মধ্যে ৬১টিতে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। অপরদিকে বিএনপির জয়ী হয়েছেন ১৫ নেতা। তাদের মধ্যে দুইজন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন। যদিও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করায় এসব নেতাদের দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হয়। আর কাউন্সিলর পদে ভোট হয় নির্দলীয় দলীয় প্রতীকে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্দলীয় প্রতীকে ভোট হলেও জয়ী কাউন্সিলররা আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।

এ নির্বাচনে ৫৭টি সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগের ৪৪ নেতা জয়ী হয়েছেন। আর সংরক্ষিত কাউন্সিলর পদে জয়ী হয়েছেন ১৭ জন নেতা। অপরদিকে বিএনপি থেকে বহিষ্কৃত ১৩ জন নেতা সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন দুইজন নেতা। তাদের মধ্যে ১৫ নম্বর ওয়ার্ডের ফয়সাল সরকার আহমেদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এছাড়া দুইজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

আওয়ামী লীগের যারা কাউন্সিলর নির্বাচিত হলেন- সংরক্ষিত ওয়ার্ড-১ পারভীন আক্তার, সংরক্ষিত ওয়ার্ড-২ মাহমুদা আক্তার, সংরক্ষিত ওয়ার্ড-৩ ইশরাত জাহান শিল্পী, সংরক্ষিত ওয়ার্ড নং ৪ তাছলিমা নাসরিন, সংরক্ষিত ওয়ার্ড-৮ আফসানা আক্তার, সংরক্ষিত ওয়ার্ড-৯ নাসেরা সুলতানা বেবী, সংরক্ষিত ওয়ার্ড-১০ মোসা. আয়শা আক্তার, সংরক্ষিত ওয়ার্ড-১১ মোসা. সালেমা খাতুন, সংরক্ষিত ওয়ার্ড-১২ হাসনা হেনা, সংরক্ষিত ওয়ার্ড-১৩ মোসা. শিরিন আক্তার, সংরক্ষিত ওয়ার্ড-১৪ হোসেনে আরা সিদ্দিকী, সংরক্ষিত ওয়ার্ড-১৫ ফেরদৌসী জাসমান ফিরু, সংরক্ষিত ওয়ার্ড-১৬ হামিদা বেগম, সংরক্ষিত ওয়ার্ড-১৭ সেলিনা আক্তার, সংরক্ষিত ওয়ার্ড-১৯ মোসা. রাখি সরকার।

আওয়ামী লীগের সাধারণ ওয়ার্ড কাউন্সিলররা হলেন- ওয়ার্ড নং ১ আব্দুস সালাম আহাম্মেদ আব্বাস, ওয়ার্ড নং ২ মো. মনির হোসেন, ওয়ার্ড নং ৩ মো. শাহীন মোল্লা, ওয়ার্ড নং ৪ আতাউর রহমান, ওয়ার্ড নং ৫ দবির সরকার, ওয়ার্ড নং ৬ আসাদুজ্জামান তুলা, ওয়ার্ড নং ৭ মো. কাউছার আহাম্মেদ, ওয়ার্ড নং ৮ মো. সেলিম রহমান, ওয়ার্ড নং ৯ শফিকুল আমিন, ওয়ার্ড নং ১০ মো. খলিলুর রহমান, ওয়ার্ড নং ১১ সনজিত সরকার, ওয়ার্ড নং ১২ আব্বাস উদ্দিন, ওয়ার্ড নং ১৩ খোরশেদ আলম, ওয়ার্ড নং ১৪ এসএম আলতাব হোসেন, ওয়ার্ড নং ১৬ আবু সাঈদ, ওয়ার্ড নং ১৭ মো. রফিকুল ইসলাম, ওয়ার্ড নং ১৮ মো. আবদুল কাদির, ওয়ার্ড নং ২১ মোহাম্মদ দেলোয়ার হোসেন (বাদল), ওয়ার্ড নং ২৭ মো. জাবেদ আলী জবে, ওয়ার্ড নং ২৯ শাহজাহান মিয়া, ওয়ার্ড নং ৩১ আলমাস মোল্লা, ওয়ার্ড নং ৩২ রফিকুল ইসলাম, ওয়ার্ড নং ৩৩ মিজানুর রহমান, ওয়ার্ড নং ৩৪ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ওয়ার্ড নং ৩৫ ওশমান গণি কাজল, ওয়ার্ড নং ৩৬ মো. ইকবাল হোসেন মোল্যা, ওয়ার্ড নং ৩৭ মো. রাশেদুজ্জামান, ওয়ার্ড নং ৩৮ মো. মনিরুজ্জামান, ওয়ার্ড নং ৩৯ মো. মাসুদুল হাসান বিল্লাল, ওয়ার্ড নং ৪১ মো. আমজাদ হোসেন মোল্লা, ওয়ার্ড নং ৪৩ খালেদুর রহমান রাসেল, ওয়ার্ড নং ৪৪ মো. মাজহারুল ইসলাম দীপু, ওয়ার্ড নং ৪৫ শাহিন আলম রিপন, ওয়ার্ড নং ৪৬ মোহাম্মদ নূরুল ইসলাম, ওয়ার্ড নং ৪৭ মো. হেলাল উদ্দিন, ওয়ার্ড নং ৪৯ মো. আমির হোসাইন, ওয়ার্ড নং ৫০ কাজী আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ড নং ৫১ মো. আমজাদ হোসেন, ওয়ার্ড নং ৫২ মো. জাহাঙ্গীর হোসেন, ওয়ার্ড নং ৫৩ মো. সোলেমান হায়াদার, ওয়ার্ড নং ৫৪ মো. বিল্লাল হোসেন মোল্লা, ওয়ার্ড নং ৫৬ মো. আবুল হোসেন ও ওয়ার্ড নং ৫৭ মো. গিয়াস উদ্দিন সরকার।

বিএনপি নেতাদের মধ্যে যারা জয়ী হলেন- সংরক্ষিত ওয়ার্ড নং ৬ তানিয়া আক্তার নিপা, সংরক্ষিত ওয়ার্ড নং ৭ মোসা. রিনা সুলতানা, সংরক্ষিত ওয়ার্ড নম্বর ১৮ কেয়া শারমিন।

সাধারণ ওয়ার্ড ওয়ার্ড নং ১৫ ফয়সাল আহম্মেদ সরকার, ওয়ার্ড নং ১৯ মোহাম্মদ শাহীন আলম, ২০ নং ওয়ার্ডে  মো. সহিদুল ইসলাম, ওয়ার্ড নং ২২ সবদের হাসান, ওয়ার্ড নং ২৩ মো. খোরশেদ আলম রিপন, ওয়ার্ড নং ২৪ মো. মাহবুবুর রশীদ খান, ওয়ার্ড নং ২৫ মো. মজিবুর রহমান, ওয়ার্ড নং ২৬ হান্নান মিয়া হান্নু, ওয়ার্ড নং ২৮ মো. হাসান আজমল ভূঁইয়া, ওয়ার্ড নং ৩০ মো. আনোয়ার হোসেন, ওয়ার্ড নং ৪০ এমকে নজরুল ইসলাম বিকি, ওয়ার্ড নং ৪২ সুলতান উদ্দিন আহাম্মেদ, ওয়ার্ড নং ৪৮ মো. সফি উদ্দিন, ওয়ার্ড নং ৫৫ মো. আবুল হাসেম।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত