রোববার   ০৪ জুন ২০২৩ || ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ || ১৩ জ্বিলকদ ১৪৪৪

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাল থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:০৪, ১৯ মে ২০২৩

১৫৭

কাল থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ

গভীর সাগরে মাছের উৎপাদন ও সুষ্ঠু প্রজনন বাড়াতে আজ শুক্রবার (১৯ মে) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে বরগুনার ৪০ হাজার ৫২১ জন নিবন্ধিত জেলেকে ৮৬ কেজি করে চাল দেওয়া হবে। 

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বরগুনায় ৫০ হাজারের বেশি জেলে রয়েছেন। শনিবার  থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ। তাই ট্রলার নিয়ে ঘাটে ফিরেছেন  জেলেরা। 

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার  দেব জানিয়েছেন, সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে ২০ মে  থেকে ২৩ জুলাই (৬৫ দিন) সাগরে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদফতর। এই সময়ে নিবন্ধিত  জেলেদের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে ৮৬ কেজি করে চাল বিতরণ করা হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
BKash CA
খবর বিভাগের সর্বাধিক পঠিত