চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৮ হাজার ছাড়িয়েছে
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৮ হাজার ছাড়িয়েছে
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এসব রোগী হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ১০৫ জন। যার মধ্যে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত শনাক্ত হয়েছে দুই হাজার ৩১৮ জন রোগী।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৬৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৭২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ৩৬৫ জন রোগী চিকিৎসাধীন। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৯ জন, নারী ২৫ জন ও শিশু-কিশোর রয়েছে ২৪ জন।
চলতি সেপ্টেম্বর পর্যন্ত ১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া আগস্ট মাসে তিন হাজার ১১ জন ডেঙ্গু আক্রান্ত হন, এর মধ্যে মারা গেছেন ২৮ জন। জুলাই মাসে আক্রান্ত হন দুই হাজার ৩১১ জন, মারা গেছেন ১৬ জন। জুনে আক্রান্ত হন ২৮২, মারা গেছেন ছয়জন। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্তের পাশাপাশি মৃত্যু হয় তিনজনের।
এর আগে ২০২২ সালে পাঁচ হাজার ৪৪৫ জন আক্রান্তের পাশাপাশি মৃত্যু হয় ৪১ জনের, ২০২১ সালে ২৭১ জন আক্রান্তের পাশাপাশি মৃত্যু হয় পাঁচজনের এবং ২০২০ সালে ডেঙ্গুতে মৃত্যুশূন্য বছরে আক্রান্ত হয়েছিল ১৭ জন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়` - মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ