বুধবার   ০৮ মে ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১ || ২৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রাম-১০ উপনির্বাচন

বেসরকারিভাবে নৌকার মহিউদ্দিন বাচ্চু বিজয়ী

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

২২:০৩, ৩০ জুলাই ২০২৩

৩০০

চট্টগ্রাম-১০ উপনির্বাচন

বেসরকারিভাবে নৌকার মহিউদ্দিন বাচ্চু বিজয়ী

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মহিউদ্দিন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীকে পেয়েছেন এক হাজার ৫৭২ ভোট।

রোববার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে এ ফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। 

এর আগে সকাল ৮টায় মোট ১৫৬টি কেন্দ্রের ২০১টি বুথে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। 

অন্যদের মধ্যে তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ) ১২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি) ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ৪৮০ ভোট ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) ৩৬৯ ভোট পেয়েছেন। 

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান গণমাধ্যমকে বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। সর্বোচ্চ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোট ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩টি। যা শতাংশের হিসেবে ১১ দশমিক ৭০ শতাংশ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত