বুধবার   ০৮ মে ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১ || ২৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিইউজের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

২২:৪৫, ১১ অক্টোবর ২০২২

৪০৯

সিইউজের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্বভার গ্রহণের পর কমিটির সদস্যরা চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

আজ মঙ্গলবার সিইউজের কার্যালয়ে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্বভার বুঝিয়ে দেয়। এসময় সিইউজের বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা উপস্থত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী। বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি তপন চক্রবর্তী, বিদায়ী ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

সভাপতির বক্তব্যে সিইউজের বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী বর্তমান কমিটির কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে সিইউজে সবসময় কাজ করেছে। সাংবাদিকদের কল্যাণে সংগঠনের সব সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত