শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ছয়মাস পর খুললো রমনা পার্ক, আছে সময়ের বাধ্যবাধকতা 

নিজস্ব প্রতিবেদক

১৭:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৭:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২০

২৮৪৮

ছয়মাস পর খুললো রমনা পার্ক, আছে সময়ের বাধ্যবাধকতা 

রবিবার ভোরের রমনা। ছবি: আক্কাস মাহমুদ
রবিবার ভোরের রমনা। ছবি: আক্কাস মাহমুদ

করোনাভাইরাস মহামারীর কারণে বন্ধের ছয় মাস পর অবশেষে খুলে দেওয়া হয়েছে রাজধানীর রমনা পার্ক। তবে সারাদিনের জন্যে নয়, আপাতত ভোর ৬টা থেকে সকাল ১০টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। সময়সীমা দেখেই বোঝা যাচ্ছে, রাজধানীবাসীর হাঁটাহাঁটি ছাড়া আর কোনোভাবে অবসর সময় কাটানোর অবকাশ রাখেনি কর্তৃপক্ষ।

দেশে করোনাভাইরাস সংক্রমণ মোকবেলায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করে গত ২৬ মার্চ। সেদিন থেকেই বন্ধ হয়ে যায়, বাক্সবাড়িতে ঠাসা এই শহরের বুকে দাঁড়িয়ে থাকা এক টুকরো সবুজ দ্বীপটি। মে মাসের ৩১ তারিখ সাধারণ ছুটির মেয়াদ শেষ হলেও এতোদিন বন্ধই ছিলো প্রায় ৬৮ দশমিক ৫ একরের ঐতিহ্যবাহী পার্কটি।

বিষয়টি গড়িয়েছিল আদালত পর্যন্ত। গত ৮ সেপ্টেম্বর জনসাধারণের হাঁটার জন্য রমনা পার্ক খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট হয়। রিটটি অবশ্য এখনও শুনানির পর্যায়ে রয়েছে।
 
বন্ধ থাকা বিনোদনকেন্দ্রগুলো খোলা শুরু করলেও রমনা না খোলায় সাামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পার্কের নিয়মিত প্রাতর্ভ্রমণকারী ও দর্শনার্থীরা। পার্ক খোলার খবরে এখন বেশ স্বস্তিতে তারা।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত