বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫ || ৬ ভাদ্র ১৪৩২ || ২৪ সফর ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নয়াপল্টনে বিএনপির র‌্যালিতে খাঁচায় বন্দি ‘শেখ হাসিনা’

অপরাজেয় বাংলা ডেস্ক

১৯:০৪, ৮ নভেম্বর ২০২৪

নয়াপল্টনে বিএনপির র‌্যালিতে খাঁচায় বন্দি ‘শেখ হাসিনা’

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শোভাযাত্রায় খাঁচায় বন্দি অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়েছে। 

শোভাযাত্রাটি কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্যভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল শেরাটন, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

এই শোভাযাত্রায় শুধু ঢাকা মহানগরীই নয়, আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। 
 
রাজধানীর এই শোভাযাত্রায় দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাচার ভেতরে ভরে প্রদর্শন করছেন বিএনপির কর্মী সমর্থকরা। 

দেখা যাচ্ছে, টিয়া রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরিয়ে তাকে নিয়ে আসা হয়েছে শোভাযাত্রায়। চোখে আছে কালো চশমা। দূর থেকে দেখলে অবিকল শেখ হাসিনা! এমন ভিন্ন প্রদর্শন দেখে র‌্যালিতে উপস্থিত নেতাকর্মীরা সেই খাঁচা ঘিরে উপহাস করছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেছেন। দলীয় সূত্র জানায়, র‌্যালিতে ১০ লাখ লোকের সমাগম হয়েছে।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রাসহ ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত