বুধবার   ২৬ মার্চ ২০২৫ || ১১ চৈত্র ১৪৩১ || ২৩ রমজান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিএনপি নেতা নাদিম মোস্তফা মারা গেছেন

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:০৪, ৩০ জুন ২০২৪

২১৭

বিএনপি নেতা নাদিম মোস্তফা মারা গেছেন

সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার বেলা ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইউনাইটেড হাসপাতাল তিনি মারা যান বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ট সহচর নাদিম মোস্তফার মৃত্যুর খবর পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে যান। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

রাজশাহী পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন নাদিম মোস্তফা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank